ক্যান্সার বিষয়ে রাজবাড়ীর প্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে আলোচনা সভা –

রাজবাড়ী বার্তা ডট কম :
সদর উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে ক্যান্সার বিষয়ে আজ বৃহস্পতিবার সকালে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যান্সার সোসাইটি রাজবাড়ীর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাসের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের সাথে ক্যান্সার সোসাইটি রাজবাড়ীর সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্যান্সার সোসাইটি রাজবাড়ী আজীবন সদস্য ইমদাদুল হক বিশ্বাস, ডঃ পূর্ণীমা দত্ত, মুনিরুল হক ও সৈয়দ ইকবাল বক্তব্য রাখেন। এ সময় ক্যান্সার সোসাইটি রাজবাড়ীর কার্যকরী কমিটির সদস্য হালিম বিশ্বাসসহ উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন।