ইলিশ রক্ষা অভিযানের প্রথমদিন: রাজবাড়ীতে ১ জেলের জরিমানা ও ৮০ কেজি মাছ জব্দ –

রাজবাড়ী বার্তা ডট কম :
সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ বিক্রির দায়ে ইলিশ রক্ষা অভিযানে প্রথমদিনে রাজবাড়ীতে ১ মাছ বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুর পর্যন্ত অভিযানে জেলার বালিয়াকান্দি থেকে আটকের পর আকবর আলী (৫০) নামের মাছ বিক্রেতাকে আটকের পর মৎস্য সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দ করা হয় ৮০ কেজি ইলিশ। পড়ে জব্দকৃত ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ মোঃ সজীব।
এছাড়া কালুখালী থেকে ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ এবং জব্দের পর তা পুড়িয়ে ধ্বংস করা হয়।
বালিয়াকান্দি উপজেলা মৎস্য অফিসার রবিউল হক জানান, ইলিশ রক্ষা অভিযানের প্রথমদিনে উপজেলার নবাবপুরের বেরুলী বাজারে মাছ বিক্রির সময় ৮০ কেজি ইলিশসহ ১ বিক্রেতাকে আটক করেন। পড়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত মাছ গুলোকে এতিমখানায় বিতরণ করেছেন।