সাভারের নারী গার্মেন্ট কর্মীর স্বাসরোধে হত্যা করা লাশ উদ্ধার-

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মন্ডলের পাড়ার রাস্তার পাশ থেকে স্বাসরোধে হত্যা করা সাভারের গার্মেন্টকর্মী হাসনা খাতুন (৩৫)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ। হাসনা রংপুর জেলার বদরগঞ্জের মিজানুর রহমানের স্ত্রী এবং সাভারের আল মুসলিম গার্মেন্টের কর্মী।
গোয়ালন্দ ঘাট থানার (ওসি) তদন্ত আব্দুল্লাহ আল তায়েবীর জানান, আজ সোমবার সকালে জেলার উজানচর ইউনিয়নের হাবিল মন্ডলের পাড়ার রাস্তার পাশে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা গোয়ালন্দ ঘ্ট থানাকে অবহিত করে। থানা পুলিশের সমস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের পাশাপাশি তার পরিচয়পত্র খুজে পায়। ওই সময়ই হাসনার পরিবারের সদস্যদের তা জানানো হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম জানান, হাসনাকে স্বারোধে হত্যা করা হয়েছে। তবে কারা কি কারণে তাকে হত্যার পর লাশ এখানে ফেলে রেখে গেছে তা তিনি জানাতে পারেন নি। লাশ ময়না তদন্ত করার জন্য মর্গে পাঠানো হয়েছে।