রাজবাড়ী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোশারফ গ্রেফতার –

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী থানা পুলিশের অভিযানে মোশারফ হোসেন (৩৫) নামে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মোশারফ রাজবাড়ী জেলা শহরের লক্ষীকোল গ্রামের জয়নাল মোল্লার ছেলে।
রাজবাড়ী থানার এসআই হিরণ কুমার বিশ^াস জানান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-এর নির্দেশনায় মঙ্গলবার সকালে তিনি ও থানার অপর এস আই মনির হোসেন সংগীয় ফোর্সসহ জেলা শহরের ভবানীপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। সে সময় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মোশারফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাজবাড়ীর যুগ্ন দায়রা জজ ২য় আদালতের বিচারক মোঃ পারভেজ শাহরিয়ার গত ৬ মার্চ মোশারফের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং চার লক্ষ পঞ্চাশ হাজার একশত সাত টাকা জরিমানা করেন। তবে আদালতের রায় ঘোষনার পর থেকেই মোশারফ আতœগোপনে ছিলো।