রাজবাড়ীর পাবলিক হেলথ্ এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার –

স্বপন কুমার বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা জেলা শহরের পাবলিক হেলথ এলাকা থেকে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চার জন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার রামকান্তপুরের জাহাঙ্গীর হোসেনের ছেলে জিকরুল হাসান নাহিদ, ফরিদপুর জেলার ভাঙ্গার গুলগুদির আবুল কালাম আজাদের ছেলে নুর আলম ও মালেক মোল্লার ছেলে সোহেল মোল্লা এবং রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা গ্রামের সাহাবুদ্দিন সেখের ছেলে সাজ্জাদ শেখ।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গত শনিবার রাত দেড়টার দিকে একদল ডাকাত পাবলিক হেলথ এলাকার একটি বাগানে অবস্থান করছিলো। গোপন সংবাদের মাধ্যমে তা জানতে পেরে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই চার জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। সেই সাধে তাদের কাছ থেকে তিনটি ধারালো অস্ত্র ও একটি তালা কাটার উদ্ধার করে।