রাজবাড়ীতে শুক্রবার পুষ্টি পবিত্র কুরআনের আলো হিফজুল কুরআন প্রতিযোগিতা –

স্টাফ রিপোর্টার ঃ প্রথমবারের মত রাজবাড়ীতে আগামী কাল শুক্রবার পুষ্টি পবিত্র কুরআনের আলো হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল ঢাকা মহাসড়কে (হাজী ভিলায়) অবস্থিত, ইমাম আসিম তাহ্ফিজুল কোরআন ইন্টাঃ মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
দীর্ঘ ১১ বছর জাবত পবিত্র কোরআনের আলো অনুষ্ঠিত হয়ে আসছে তাই এবারি প্রথম রাজবাড়ীতে হতে যচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব নূরে আলম সিদ্দিকী হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাজী মুহাম্মদ দোলোয়ার হোসেন, প্রতিযোগিতায় প্রধান বিচারক থাকবেন শায়েখ হাফেজ মাওলানা ক্বারী সালাউদ্দিন দাঃ বাঃ সার্বিক তত্বাবধানে ক্বারী সামসুল আলম, প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় বিজয়ীকে ইয়েস কার্ড দেওয়া হবে। ইয়েস কার্ড প্রপ্ত জারা তাদের আগামী ১৭ মার্চ ফরিদপুর বিভাগিও অডিশনে অংশ গ্রহন করবে। বিস্তারিত জানতে যোগাযোগ: ০১৬১১৯২২০৩০।