রাজবাড়ীতে হোরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার –

রাজবাড়ী বার্তা ডট কম : রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর নতুন মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে হোরোইনসহ মোঃ রফিক কসাই (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করেছে। রফিক জেলা শহরের বিনোদপুর নিউ কোলনী গ্রামের শ্যাম কশাইয়ের ছেলে। জানাগেছে, গতকাল রবিবার সন্ধ্যা রাতে রাজবাড়ী থানার এসআই মোঃ বদিয়ার রহমান, এএসআই সোহেল রানার নেতৃত্বে রফিক কসাই কে গ্রেপ্তার করা হয়। সেই সাথে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৮ গ্রাম ওজনের ৯৫ পুরিয়া হিরোইন। এএসআই সোহেল রানা জানান, রফিক এলাকায় দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় আরো ২টা মাদক মামলা রয়েছে।