একুশে পদক প্রাপ্তিতে রাজবাড়ীতে লিয়াকত আলী লাকী’র সম্মানে নাটক মঞ্চস্থ –
কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
“আমরা সবাই মঞ্চকুঁড়ি নটনন্দনে ফুটবো”-এ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর প্রয়াত নাট্যজন গোবিন্দচন্দ্র ঘোষকে শিল্পবন্ধু সম্মাননা ও ঋত্বিক নাট্যজন লিয়াতক আলী লাকী’র একুশে পদক প্রাপ্তির সম্মানে স্বদেশ নাট্যাঙ্গনের বিশেষ নাটক “ঐতিহ্যে লোকগাঁথা” মঞ্চস্থ হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় পিপলস থিয়েটার এসোসিয়েশনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
স্বদেশ নাট্যাঙ্গনের সভাপতি তপন কুমার দে-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াতক আলী লাকী। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার ও রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম।