পাংশা পৌর বিএনপ ‘র সহ-সভাপতি মোকাম-এর ইন্তেকাল –
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা পৌর বিএনপির সহ-সভাপতি ও ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রায়হান মোকাম বৃহস্পতিবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহে——-রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি মরহুম বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন ফকীরের বড় ছেলে।
মৃত্যু কালে তিনি মা,স্ত্রী ২সন্তান,৫ ভাই বোনসহ অসংখ্যগুনাগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। মোকাম ফকীরের মৃত্যুতে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি রাজবাড়ী-২আসনে সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবু গভীর শোক ও শোকসন্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞ্যাপন করেন। মোকাম ফকীর এলাকায় একজন সাদা মনের মানুষ হিসাবে পরিচিত ছিলেন তার অকাল মৃত্যুতে পরিবারসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিকাল ৫টায় এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ মাঠে নামাজে জানাযা শেষে পাংশা পৌর কবর স্থানে তাকে দাফন করা হবে।