কর্মস্থলে আসার পথে রাজবাড়ী রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যের অকাল মৃত্যু –
রাজবাড়ী বার্তা ডট কম :
কর্মস্থলে আসার পথে রাজবাড়ী রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যে তাহাজ আলী মোল্লা (৫৫)-এর অকাল মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জেলা শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি এলাকায় ওই ঘটনা ঘটে। তাহাজ আলী মোল্লার বাড়ী সিরাজগঞ্জ জেলার সাজাতপুরের রতনদিয়াকান্দি গ্রামে। তার বাবার নাম মৃত জেলহক মোল্লা।
জানাগেছে, আজ সকালে কাজে যোগদিতে এক মেয়ে ও দুই ছেলে সন্তানের জনক তাহাজ উদ্দিন রাজবাড়ী রেলষ্টেশনের উদ্দেশ্যে বিনোদপুরের ভাড়াবাসা থেকে রওনা হন। তিনি শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি এলাকায় পৌছতেই হঠাৎ করে অসুস্থ হয়ে পরেন। তাকে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।