বালিয়াকান্দিতে পৃথক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু –
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের আজ মঙ্গলবার সকাল ও দুপুরে পৃথক ভাবে বিদ্যুৎস্পৃষ্ট দুই জনের মৃত্যু হয়েছে।
জানাগেছে, গতকাল সকালে ওই ইউনিয়নের বারমল্লিকা গ্রামের মৃত আবুল কাশেম শেখের ছেলে সুমন শেখ (২২) নিজ বাড়ির বৈদ্যুতিক মোটর মেরামতের কাজ করতে যান এবং তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারুক হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। সুমন দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিল। অল্প কিছুদিন আগে সে দেশে ফিরে এসে মৎস্য চাষ ও গাভী পালন করতে শুরু করে।
অপরদিক, একই ইউনিয়নের চরকৃষ্ণপুর গ্রামের মৃত জিতেন্দ্রনাথ নন্দি’র রাজমিস্ত্রী ছেলে শুকুমার নন্দী (৫৫) অন্যের বাড়ীর ছাদ ঢালাইয়ের কাজ করতে গিয়ে গতকাল বিকালে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে ওই সময়ই রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালের জরুরী বিভাগের কর্তৃব্যরত চিকিৎসক তারেক তাকে মৃত বলে ঘোষনা করেন।